শোবিজ ডেস্ক: সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। ক্লোজআপ ওয়ান থেকে জনপ্রিয়তা পাওয়া এই তারকা বর্তমানে স্টেজ শো, টিভির নানা লাইভ শো এবং নতুন গান নিয়ে দারুন ব্যস্ত সময় পার করছেন। তবে শুধু গান নয়, উপস্থাপনায়ও দেখা যাচ্ছে পুতুলকে।
এছারাও তার গানের জগতের বাহিরে পুরো সময়টা এখন তার স্বামীকে দেয়ার চেষ্টা করেন পুতুল। তার স্বামী লন্ডন থাকেন। সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন পুতুল। তিনি জানান, বেশ ভালো সময় কাটিয়েছি ওর সাথে, অনেক জায়গায় ঘুরলাম। বেশ ভালো একটা সফর হয়েছে আমার। এখন আবার কাজে ফিরেছি। আর এই সময়ে আমাদের কাজ বেশী থাকে। কারন এখন শো এর মৌসুম।
জানাগেছে, সামনে শো নিয়ে আরো ব্যস্ত থাকতে হবে পুতুলকে। এছারাও বেশ কিছু নতুন গান নিয়েও চলছে তার ব্যস্ততা ।
সজল/SBD24
আপনার মন্তব্য দিন