আসছে ৬ই ডিসেম্বর নতুন ছবি ‘প্রেমচোর’ মুক্তির জন্য তারিখ নিবন্ধন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। উত্তম আকাশ পরিচালিত এ ছবিটি চলতি বছরের মে মাসে সেন্সর ছাড়পত্র পায়। এতে অভিনয় করেছেন নবাগত নায়ক শান্ত খান ও ভারতীয় নায়িকা নেহা আমানদীপ।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস সেক্রেটারি সোমেন বাবু গতকাল জানান, ছবিটি ৬ই ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জন্য তারিখ নিবন্ধিত হয়েছে। ছবির পরিচালক উত্তম আকাশ বলেন, নবাগত নায়ক শান্ত খান ছবিতে বেশ ভালো অভিনয় করেছেন।
তার বিপরীতে নেহা কাজ করেছেন। নেহা মূলত পাঞ্জাবি বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী। কাজ করেছেন জি বাংলার ‘স্ত্রী’ ও স্টার জলসার ‘ওম নব সিবা’ সিরিয়ালে।
আপনার মন্তব্য দিন