লাক্স তারতা ঈশানা খান। যিনি কাজ করেছেন দেশের জনপ্রিয় সব বিজ্ঞাপন, টেলিছবি সহ অসংখ্য নাটকে। কাজের মানের বিচারে পেয়েছেন দর্শকদের প্রসংশা, পেয়েছেন সাফল্য।
গত বছরের জুলাই মাসে পারিবারিকভাবে শারিফ চৌধুরীকে বিয়ে করেন ঈশানা। তার কিছুদিন পরেই স্বামীর সঙ্গে সিডনিতে পাড়ি জমান এই অভিনেত্রী। তবে সেখানে গিয়েও ঈশানা তার কাজের যায়গা থেকে সরে দারাননি।
স্বামী শারিফ চৌধুরীকে নিয়েই এবার তিনি কাপল শুট করেছেন সিডনির এক নামকরা বুটিক্স হাউজ ভিলোনি’র। ফটোশুটের পোশাক ছিল স্পেশাল গাউন। এই পোশাক গুলো মূূলত সেলেব্রেটিরা বড় বড় রেডকার্পেট শোতে পরে থাকেন।
চলুন দেখে নেই ঈশানা খান ও তার স্বামী শারিফ চৌধুরীর সেই অসাধারণ ফটোসেশন গুলো।