আমাদের বাসায় একটা বই পোকা আছে: পরী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সোশ্যাল মিডিয়ায় বরাবরই সরব। প্রায়ই সময় পরী তার ব্যক্তিগত জীবনের ছোট ছোট খুনসুটিগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন।

পরীর ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (১৩ মার্চ) রাজের একটি ছবি দিয়ে নতুন পোস্ট দিয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবুও তার পড়া শেষ হয় না। সেইসঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

ওই ছবিতে দেখা যায়, টেবিলে বসে কলম হাতে খুব মনোযোগ সহকারে বই পড়ছেন রাজ। অভিনেতার চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে অনেক বই। ছবিটি দেখে বোঝা যায়, রাজ বই পড়তে খুব ভালোবাসেন।

 

সজল /SBD24

আপনার মন্তব্য দিন