আমি তোর কাঁধে চড়ে ঘুড়বো পুরো দুনিয়া : পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি কলকাতায় আনন্দবাজার অনলাইনের বর্ষসেরা অভিনেত্রী পুরস্কার গ্রহণ করেন। দেশে ফিরেই এবার সিলেট ভ্রমনে গেলেন তিনি।

পরীমণি তার স্বামী, সন্তান ও নানাকে নিয়েই সেখানে গিয়েছেন বলে জানাগেছে।

কিছুদিন আগে পরীমণি তার ফেইসবুক পোস্টে রাজ্য’র সাথে এক সেলফি দিয়ে লিখেছেন –আমি তোর কাঁধে চড়ে ঘুড়বো পুরো দুনিয়া।বাজান আমার,তুই তারাতারি বড় হয়ে যা তো।😘’

এরপর আরেক পোস্টে বিমানবন্দরে তার পরিবারের সাথে ছবি দিয়ে ক্যাপশনে লিখেন –

“ঈদের ঘোরাঘুরি!

With my little world! ♥️

বি.দ্রঃ আমরা কিন্তু দেশেই আছি। 😁

#ঈদ২০২৩”

জানাগেছে সিলেটে পরীমণি বেশ অনেকদিন থাকবেন। এবারের ঈদ পরীর জন্য অনেক বেশি আনন্দের কারন তার পুত্র রাজ্য’র এটাই প্রথম ঈদ।

 

সজল /SBD24

আপনার মন্তব্য দিন