ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি কলকাতায় আনন্দবাজার অনলাইনের বর্ষসেরা অভিনেত্রী পুরস্কার গ্রহণ করেন। দেশে ফিরেই এবার সিলেট ভ্রমনে গেলেন তিনি।
পরীমণি তার স্বামী, সন্তান ও নানাকে নিয়েই সেখানে গিয়েছেন বলে জানাগেছে।
কিছুদিন আগে পরীমণি তার ফেইসবুক পোস্টে রাজ্য’র সাথে এক সেলফি দিয়ে লিখেছেন – ‘ আমি তোর কাঁধে চড়ে ঘুড়বো পুরো দুনিয়া।বাজান আমার,তুই তারাতারি বড় হয়ে যা তো।😘’
এরপর আরেক পোস্টে বিমানবন্দরে তার পরিবারের সাথে ছবি দিয়ে ক্যাপশনে লিখেন –
“ঈদের ঘোরাঘুরি!
With my little world! ♥️
বি.দ্রঃ আমরা কিন্তু দেশেই আছি। 😁
#ঈদ২০২৩”
জানাগেছে সিলেটে পরীমণি বেশ অনেকদিন থাকবেন। এবারের ঈদ পরীর জন্য অনেক বেশি আনন্দের কারন তার পুত্র রাজ্য’র এটাই প্রথম ঈদ।
সজল /SBD24
আপনার মন্তব্য দিন