ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি প্রয়াত আইয়ুব বাচ্চুর স্মরণে গাইলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। ‘যেখানেই থাকো ভালো থাকো’ শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন আসিফ। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুণ মুন্সী। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আইয়ুব বাচ্চুকে এই শ্রদ্ধা আর স্মরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ‘ধ্রুব মিউজিক স্টেশন’র কর্ণধার ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘বাচ্চু ভাই একজন কিংবদন্তি ছিলেন, আছেন এবং থাকবেন। আমি এই গানটি করছি তার প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে। তিনি এমন একজন শিল্পী যিনি নিজের রেখে যাওয়া সৃষ্টিকর্মের মধ্যে বেঁচে থাকবেন সবসময়। এই গানটির কথায় বাচ্চু ভাই ও এলআরবির গাওয়া বেশকিছু জনপ্রিয় গানের শিরোনাম ব্যবহার করা হয়েছে। যে গানগুলোর শিরোনাম ব্যবহার করা হয়েছে তা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে করা হয়েছে। আসলে এটা খুব আবেগের, ভালোবাসার গান।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৮ডিসেম্বর (মঙ্গলবার) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।