ইমরানের ছবির গানের প্রশংসায় প্রসেনজিত

শোবিজ ডেস্ক: সামনেই মুক্তি পেতে চলেছে ইমরান হাশমির নতুন ছবি ‘চিট ইন্ডিয়া’। সেই ছবির একটা গান রিলিজ হলো সম্প্রতি। কিশোর কুমারের ‘দিল মে হো তুম’ গানটির রিমেক সেটি। গানটির প্রশংসা করে প্রসেনজিৎ একটা টুইট করেন তাঁর অ্যাকাউন্টে। এই প্রশংসার উত্তরে ইমরান যে উত্তরটি দিলেন সেটি একেবারেই অপ্রত্যাশিত ছিল।

প্রসেনজিৎ টুইট করে লেখেন গানটা আমায় নস্টালজিক করে দিল। অনেক পুরোনো স্মৃতি ফিরে এল আমার। গানটা দেখতে আর শুনতেও খুব ভালো লাগছে। ‘চিট ইন্ডিয়া’-র পুরো টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

প্রসেনজিতের এই টুইটে ইমরান শুদ্ধ বাংলায় লিখেছেন, ধন্যবাদ বুম্বাদা। আমাদের সৌভাগ্য যে তোমার গানটা ভালো লেগেছে। এইবার ছবিটা ভালো লাগে, সেটাই ইচ্ছে।

আপনার মন্তব্য দিন