জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কন্ঠশিল্পী আঁখি আলমগীর এবার প্রথমবারের মতো বড় পরিসরে লোকগান গাইলেন।
ফোক স্টেশন সিজন – ৪ এর দ্বিতীয় পর্বে জে.কে মসলিশের সঙ্গীত পরিচালনায় ও নূর হোসেন হীরার প্রযোজনায় এই অনুষ্ঠানে মোট ৬টি লোকগান গেয়েছেন।
আঁখি আলমগীর বলেন, আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যুক্ত হলো। আমি চেষ্টা করেছি আমার ভক্ত – শ্রোতা – দর্শকদের আবহমান গ্রামবাংলার এই গানগুলো দিয়ে নতুন করে সুরের ছন্দে মাতাতে।
আপনার মন্তব্য দিন