এবার ভারতে ‘নো ল্যান্ডস ম্যান’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রের আশিভাগেরও বেশি দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নতুন বছরের চলতি মাসেই ভারতে বাকি অংশের দৃশ্যধারণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি গতকাল জানান, জানুয়ারির মধ্যেই ভারতে চলচ্চিত্রটির শেষ ১৫ ভাগের দৃশ্যধারণ করা হবে। এরপর পোস্ট-প্রোডাকশনের কাজ সম্পন্ন করে মুক্তির তারিখ চূড়ান্ত করবেন বলে জানান এ নির্মাতা। পৃথিবীতে চলমান অভিবাসন ও পরিচয় সংকটের গল্পে এ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে আছে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’। ইংরেজি ভাষায় নির্মিত এ সিনেমায় বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে আছেন তাহসান খান এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান। ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রটি ২০১৪ সালে প্রথম বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়।

এরপর একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে। একই বছরের ডিসেম্বরে মোশন পিকচার্স এসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে। প্রতিবছর এশিয়ার দুটি চলচ্চিত্রকে এই ফিল্ম ফান্ডের জন্য নির্বাচিত করা হয়। ২০১৪ সালে এটি পেয়েছিলেন বাংলাদেশের  মোস্তফা সরয়ার ফারুকী এবং ইরানের জাফর পানাহি। নওয়াজউদ্দিন ছাড়াও ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিটি প্রযোজনায় যুক্ত আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটির সঙ্গে সহ-প্রযোজনায় রয়েছে বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফরম বঙ্গবিডি।

আপনার মন্তব্য দিন