প্রায় এক যুগেরও বেশী সময় ধরে কোন সিনেমাতে অভিনয় করছেন না একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।
তার অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘রাক্ষুসী’। দীর্ঘ একটি সময় পার করে ফের কাজে ফিরছেন রোজিনা। তবে অভিনয়ে নয়, ফিরছেন পরিচালক হিসেবে। আর তার পরিচালিত সিনেমায় নাম লেখালেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নিরব।
নিরব বলেন, মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে এই সিনেমাটি। তাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এর আগে নায়ক রাজ রাজ্জাক স্যারের পরিচালনায় কাজ করেছি, এবার রোজিনা আপার পরিচালনায় কাজ করতে পারাটাও আমার জন্য বেশ আনন্দের। সবকিছু মিলিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছবিটি নিয়ে।
জানাগেছে, আগামী ১ মার্চ থেকে চিত্রনায়িকা রোজিনার নানাবাড়ি গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রাম থেকে ছবিটির শুটিং শুরু হবে।
সজল //SBD24
আপনার মন্তব্য দিন