কান উৎসবের লালগালিচা মাতালেন বাঁধন

চলচ্চিত্রের অন্যতম সম্মানের আসর কান উৎসবের লালগালিচা মাতালেন ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অপরূপ চোখধাঁধানো সৌন্দর্যে উদ্ভাসিত হলো দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়।

বাঁধন

কাঁধখোলা ছাইরঙা গাউনে তাকে দেখতে মনোমুগ্ধকর ও জমকালো লেগেছে। আন্তর্জাতিক অঙ্গনে যেন অপূর্ব এই বাঙালি রূপসীর দ্যুতি ছড়িয়েছে চারপাশে। যিনি পর্দায় রেহানা চরিত্রে হাজির হয়েছেন এক প্রতিবাদী নারীর চরিত্রে।

আলোকচিত্রীদের ক্যামেরায় তাকিয়ে ভক্তদের উদ্দেশে চুম্বন উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের গর্ব এই সুন্দরী।

 

SBD24 Desk

আপনার মন্তব্য দিন