কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে পরীমণির ‘মা’

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে আজ শনিবার প্রিমিয়ার হতে যাচ্ছে ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘মা’ (দ্য মাদার)।
সিনেমাটির প্রদর্শনী হবে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে। 

উল্লেখ্য, মা ছবির গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে।

 

সজল // SBD24

আপনার মন্তব্য দিন