চাপাবাজ প্রভা!

শোবিজ ডেস্ক: ভীষণ ‘চাপাবাজ’ জনপ্রিয় মডেল-অভিনেত্রী প্রভা। সব কিছুতে একটু বেশি বেশি। না, ব্যক্তি প্রভার কথা বলা হচ্ছে না। আজ থেকে চ্যানেল আইয়ে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘গোল্ডেন ভাই’।

এই নাটকে চাপাবাজ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। প্রভা ছাড়াও নাটক আরো অভিনয় করেছেন তারিক আনাম খান ও আফরান নিশো। ধারাবাহিকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।

আপনার মন্তব্য দিন