জন্মদিনের উপহার শ্রাবণীর গান!

উপহার হিসেবে একজন মানুষ নানা জিনিসপত্রই পেতে পারে। তবে কখনো কি শুনেছেন কেউ তাঁকে নিয়ে বাঁধানো গান উপহার পেয়েছেন? হয়তো নবাবী আমলে সেসবের চল ছিল কিন্তু এসময়ে বিষয়টি একেবারে শুনতে নতুন লাগবে।
তবে এমনটাই ঘটছে।তবে এবার একটি ভিন্ন পদ্ধতির কথা শোনা গেল। যার জন্মদিন তিনিই ভক্তদের উপহার দেবেন গান।
লেখক, কবি, অভিনেতা আহসান কবিরের জন্মদিনে ভক্তদের উপহার দিতে যাচ্ছেন গান। গানটি তিনি লিখেছেন ভক্তদের জন্য। গানের নাম‘ভালোবাসার রঙটা মাখো।’ আর এই গান গেয়েছেন প্রতিভাবান কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী।
গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। মিউজিক করেছেন শামীম মাহমুদ। সম্প্রতি এফডিসিতে উর্বশী গানের সিঁড়ির তৃতীয় সিজনে গানটির শুটিং সম্পন্ন হয়। গতকাল রাতে গানটি মুক্তি পায়।
আপনার মন্তব্য দিন