জুটি বাঁধলেন তানহা-তৌসিফ

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তানহা তাসনিয়া ফের ছোট পর্দায় অভিনয় করেছেন। জাহিদ প্রীতমের পরিচালনায় ‘ভয় করোনা’ নামক নতুন একটি নাটকে অভিনয় করেছেন তানহা। নাটকে তার সাথে দেখা মিলবে অভিনেতা তৌসিফ মাহবুবের।

সম্প্রতি উত্তরার কিছু লোকেশনে তার অভিনীত নতুন নাটক ‘ভয় করোনা’র শুটিং শেষ হয়।

নাটকে অভিনয় প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, নাটকে অভিনয় প্রথম নয়, ‘তবে লম্বা একটা বিরতির পর ফের নাটকে কাজ করলাম। বেশ ভালো লাগছে।’

তিনি আরো জানান, এখন থেকে তিনি নিয়মিত নাটকেও কাজ করবেন।

 

সজল //SBD24

আপনার মন্তব্য দিন