জুটি বাঁধলেন সাঞ্জু – বিপাশা

করোনাকালের জীবন নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য নিউ নরমাল’। আর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে জুটি বাঁধলেন সাঞ্জু জন ও বিপাশা কবির।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। দ্য নিউ নরমালের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় প্রসংঙ্গে বিপাশা কবির বলেন, একটি ভিন্নধর্মী গল্পে কাজ করলাম। করোনা সময়ের অন্যরকম জার্নির দেখা মিলবে এই গল্পে। আশাকরি দর্শকরা ভিন্নতার স্বাদ পাবে।
চিত্রনায়ক সাঞ্জু জন বলেন, মানুষের জীবনের বর্তমান সময়ের প্রতিচ্ছবি  ‘দ্য নিউ নরমাল’।

স্বল্পদৈর্ঘ্যটিতে আরো অভিনয় করেছেন আশিক সরকার, বাদল শহীদ, আনোয়ার, সোহাগ বিশ্বাস।

খুব শীঘ্রই অনলাইন প্ল্যাটফর্মে স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পাবে বলে জানান এর পরিচালক।

 

SK//SBD24

 

 

আপনার মন্তব্য দিন