তানহার ‘প্যারালাল’

শোবিজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলের সাথে এবার জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তানহা তাসনিয়া।

এফ জামান তাপসের পরিচালনায় ও ফাইয়াদুজ্জামান তামিমের রচনায় ‘প্যারালাল’ নামক একটি নাটকে জুুুটি বেঁধেছেন তারা।

রাজধানীর উত্তরায় চলছে ‘প্যারালাল’ এর শুটিং।আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে নাটকটি।

নাটকটি সম্পর্কে অভিনেত্রী তানহা বলেন, রোমান্টিক একটা গল্প। বন্ধুত্ব থেকে প্রেম এবং একটা সময় সেটা বিচ্ছেদে পরিণত হয়। আশাকরি নাটকটি সকলের ভালো লাগবে।

 

SBD24/সজল

আপনার মন্তব্য দিন