দুই বাংলার ‘কলকাতা উৎসব’

শোবিজ ডেস্ক: দুই বাংলার সুর ও তালে ‘কলকাতা উৎসব’ কলকাতার মানুষকে রোমাঞ্চিত করেছে। দুই বাংলার ৩৪ জন গুণী শিল্পীকে তিন দিনে এক মঞ্চে পেয়ে দর্শকরা তা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। গত ৪ঠা জানুয়ারি শুরু হয়ে তিন দিনের এই উৎসব শেষ হয় রোববার। আর শেষ দিনে কলকাতার মঞ্চে প্রথম হাজির হয়ে বাংলাদেশের ব্যান্ড ‘চিরকুট’ মাতায় ব্যান্ডপ্রেমী বাঙালিকে।

গত শুক্রবার শোভাযাত্রার মধ্য দিয়ে নজরুল মঞ্চে উৎসবের সূচনায় উপস্থিত ছিলেন দুই বাংলার বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন বাংলাদেশের নাট্য ব্যাক্তিত্ব রামেন্দু মজুমদার ও অধ্যাপক আনিসুজ্জামান। প্রথম দিনেই বাংলাদেশের খ্যাতনামা সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন এবং ভারতের প্রবাদপ্রতীম সংগীত শিল্পী আরতি মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়েছে জীবন কৃতির সম্মান। সাবিনার হাতে এই সম্মান তুলে দিয়েছেন বন্ধন ব্যাঙ্কের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ।

প্রথম দিনেই কলকাতার শ্রোতাদের মুগ্ধ করেছেন  নচিকেতা, লোপামুদ্রা মিত্র, রেজওয়ানা চৌধুরী বন্যা, শুভমিতার মতো শিল্পীরা।  ফহমিদা নবী, বাপ্পা মজুমদার, অনুপমরাও গানে মাতিয়েছেন শ্রোতাদের। এর পরের দুই দিনে সংগীত ও যন্ত্র সংগীতে অংশ নিয়েছেন অজয় চক্রবর্তী, তাল বাদ্যে বিক্রম ঘোষ,  গোপাল বর্মন, মহঃ মনিরুজ্জামান, চলচ্চিত্রের গান গেয়েছেন ইমন চক্রবর্তী, রূপঙ্কর, সামিনা চৌধুরী, অ্যান্ড্র্রুু কিশোর, নজরুল গীতি পরিবেশন করেছেন খায়রুল আনাম শাকিল ও ইন্দ্রাণী সেন।
পঞ্চ কবির গান গেয়েছেন লাইসা আহমেদ লিসা। দুই বাংলার এই উৎসবে ছিল খাবারের আয়োজনও। গয়না বড়ি থেকে কচুবাটা সহ নানা পদের আয়োজন ছিল এই উৎসবে। তিন দিনের দুই বাংলার শিল্পীদের এই মহা উৎসবের আয়োজনে ছিল বেঙ্গল গ্রুপ, বন্ধন ব্যঙ্ক, বেঙ্গল চেম্বার এন্ড কমার্স ও নাথিং বিলয়ন্ড সিনেমা। উৎসবের অন্যতম উদ্যোক্তা চলচ্চিত্র পরিচালক অরিন্দম শীল বলেছেন, প্রতি বছরই কলকাতা ও ঢাকা মিলিয়ে এই উৎসবের আয়োজন করা হবে।
আপনার মন্তব্য দিন