এ প্রজন্মের গুনী নির্মাতা দেবাশীষ বিশ্বাসের নতুন একটি সিনেমাতে দেখা যাবে হালের অন্যতম জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী বুবলীকে।‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের নতুন ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো বুবলীকে নিজের ছবিতে চুক্তিবদ্ধ করেছেন এই নির্মাতা।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমার সিনেমাটির প্রধান নারী চরিত্রের নাম বিজলী। এই চরিত্রের সঙ্গে বুবলীকে খুব ভালো মানাবে। তাই তার সঙ্গে ছবিটি নিয়ে আলাপ করি। ছবির গল্প ও চরিত্র বুবলীর পছন্দ হয়েছে।
জানাগেছে আসছে রোজার ঈদের পর ছবির ক্যামেরা ওপেন হবে। নায়িকা হিসেবে বুবলীকেই কেন- এমন প্রশ্ন উত্তরে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমার বাবা আমাকে একটা কথা বলে গেছেন- যে চরিত্রের জন্য যাকে মানাবে তাকেই ছবিতে নেওয়ার চেষ্টা করবে।
তাই আমি দেখলাম ছবিতে যে চরিত্রটা নিয়ে কাজ করবো, সেখানে এই সময়ে যে নায়িকারা কাজ করছেন, তাদের মধ্যে বুবলীকেই ভালো মানাবে।