শোবিজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আইটেম ড্যান্স করতে চেয়েছেন বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
বছরের বিভিন্ন সময় চমকানোর মতো তথ্য দিয়ে আলোচনায় থাকতে চান এই তারকা। গত বছরের ৩১ ডিসেম্বর বিয়ে করবেন বলে তথ্য দিয়েছিলেন তিনি। পরে অবশ্য না করে দেন। এর আগে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিতে নাম লেখার কথাও বলেছিলেন তিনি। এবার জন্মদিলেন নতুন বিতর্ক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলছেন রাখি সাওয়ান্ত। দুজনের হিন্দি কথোপকথনের শেষাংশে শোনা যায় রাখি নরেন্দ্র মোদিকে বলছেন, ‘আপনি আগামী নির্বাচনে জিতলে, আমি আপনার সঙ্গে একটি আইটেম গান করবো।’ এসময় আশাপাশের উপস্থিতির মাঝে অট্টহাসির রোল পড়ে যায়। সূত্র: ভারতীয় গণমাধ্যম।