শোবিজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ২৩ থেকে ২৫ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেল ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’-২০২০। ইউনিলিভার হেয়ার ব্র্যান্ড ট্রেসেমে এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) যৌথ উদ্যোগে এবারের আয়োজনে ২১ জন স্থানীয় এবং ৯ জন বিদেশি ডিজাইনার অংশগ্রহন করেন।
এবারের আয়োজনে বাংলাদেশী অনেক মডেলের পাশাপাশি মডেল না হয়েও অংশগ্রহন করেন ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হৃদি শেখ। উদ্বোধনী কিউতে নিজেকে উপস্থাপন করেন তিনি। একজন নৃত্যশিল্পী হয়েও র্যাম্পে তার অসাধারন পারফর্মেন্স আয়োজনে উপস্থিত সকলকে মুগ্ধ করে।
‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০’ -এ অংশগ্রহন প্রসঙ্গে হৃদি বলেন, ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকে অংশগ্রহণ করতে পারাটা বেশ সম্মানের। সেখানে আমি নিজেকে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। একজন নৃত্যশিল্পী হয়েও আমি সেখানে র্যাম্পে হেঁটেছি। সবথেকে বড় আনন্দের বিষয় হলো সকলেই আমার কাজের বেশ প্রশংসা করছে।’
উলেক্ষ্য, এবারের ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকে বিভিন্ন অঙ্গনের নয়জন সফল নারীদের উপস্থাপন করা হয় ও তাদের শো স্টপার হিসাবে দেখানো হয়।
সজল /SBD24