তরুণ নির্মাতা সৈকত নাসির প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে কাজ করতে যাচ্ছেন। নাম‘ নেটওয়ার্ক’।
জানাগেল, আগামী ১০ অক্টোবর থেকে শুটিং শুরু হচ্ছে। বাংলাদেশের চার জেলায় শুটিং হবে। তবে শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় ‘নেটওয়ার্ক’। নির্মাতা সৈকত নাসির বললেন, ‘গল্পের প্রয়োজনে আমাদের তিন দেশে শুটিং করতে হবে। বাংলাদেশ তো আছেই। ভারত ও মিয়ানমারেও যেতে হবে আমাদের।
সিরিজের মূল চরিত্রের নাম বেগম। এই চরিত্রে অভিনয় করবেন নিপা আহমেদ রিয়েলি। ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রিয়েলি।
এর আগে অনন্য মামুনের ‘মেকআপ’ ছবিতে অভিনয় করেছেন নিপা।
আপনার মন্তব্য দিন