পুত্রকে নিয়ে পরীর প্রথম জন্মদিন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জন্মদিনটি প্রতি বছরেই বেশ জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হয়ে আসছে।

আর পুরো বছর জুড়ে এই বিশেষ দিনটির অপেক্ষায় থাকেন পরীমণি। আর এবারের জন্মদিনটি তার কাছে একটি স্বরনীয় জন্মদিন হতে চলছে। কারন এবার প্রথম পরীমণি জন্মদিন করবেন তার পুত্র সন্তান রাজ্যকে সাথে নিয়ে।

প্রতিবছর পরীমণির জন্মদিনে অতিথিদের জন্য থাকে ড্রেসকোড। এবার কী থাকছে তা এখনি কিছু বলতে চাচ্ছেন না তিনি। তবে খুব শীঘ্রই সবকিছু জানানো হবে বলে জানান পরী।

 

সজল//SBD24

আপনার মন্তব্য দিন