প্রশংসিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির নতুন গান

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির পারিবারিক জীবনটা ভালো যাচ্ছেনা। দারুন কষ্টের সময় পার করছেন তিনি। জীবনের কঠিন মূহূর্তেও পরীমণির তার কাজের জায়গায় সরব আছেন।

সিয়াম-পরী অভিনীত নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির নতুন একটি গান অবমুক্ত হয়েছে ইউটিউবে। পরীমণি এই গানটি ইতিমধ্যে তার পেজে শেয়ার করেছেন তার ভক্তদের জন্য।

‘সারেং ছাড়া জাহাজ চলে’ শিরোনামের গানটির কথা লিখেছেন প্রয়াত গীতিকার ও পুলিশ কর্মকর্তা দেওয়ান লালন আহমেদ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। গানটি ইতিমধ্যে শ্রোতা-দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

দেশবরেণ্য লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। এতে জুটি হয়েছেন সিয়াম ও পরীমণি। আবু রায়হান জুয়েল পরিচালিত এই সিনেমাটি চলতি মাসের ২০ তারিখ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

 

সজল//SBD24

আপনার মন্তব্য দিন