সঙ্গীতশিল্পী ইভা রহমান আবারও বিয়ে করেছেন। তার বর সোহেল আরমান রাজধানীর বাসিন্দা। পেশায় ব্যবসায়ী।
রবিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইভার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন তিনি।
এর আগে রবিবার রাতে স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করে ইভাকে শুভেচ্ছা জানান কণ্ঠশিল্পী রবি চৌধুরী।
রবি চৌধুরীর শুভ কামনা জানানোর পর ইভা রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনিও বিয়ের কথা নিশ্চিত করেন।
এর আগে কণ্ঠশিল্পী ইভা রহমান বিয়ে করেছিলেন দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে। এ বছরের ৪ জুন মাহফুজর রহমানের বিবাহবিচ্ছেদ হয় ইভার। ১৭ সেপ্টেম্বর ডিভোর্স সার্টিফিকেট হাতে পান ইভা।
ইভা রহমানের গাওয়া এ পর্যন্ত প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।