দেশীয় শোবিজে নতুন মুখের তালিকায় স্রোতের বিপরীতে চলা একটি মেয়ে তিনি। যিনি কখনো আর দশটা মেয়ের মতো কাজের পরিমাপ নিয়ে ভাবেন না, এমনকি নেই কোন ভবিশ্যত পরিকল্পনাও। তবে তার নিজের প্রতি রয়েছে আস্থা ও বিশ্বাস। তিনি চান মিডিয়াতে কিছু ভালো কাজের মধ্যে দিয়ে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। বলছি লাক্স তারকা সারাকা মজুমদারের কথা।
২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করার মধ্যে দিয়ে শোবিজে পথচলা শুরু করেন সারাকা।
মডেলিং থেকে অভিনয় সব ক্ষেত্রেই আছে তার বিচরণ। কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। অনেকদিন পর ফের মিউজিক ভিডিওতে কাজ করলেন সারাকা। এবারের মিউজিক ভিডিওটির নাম ‘সাত রাজার ধন’।
সারাকা মজুমদার জানান, ‘এই গানটিতে শ্রোতা দর্শক আমাকে নতুন রূপে খুঁজে পাবে। এটা একটি মৌলিক গানের মিউজিক ভিডিও। আশাকরি গানটি সকলের বেশ ভালো লাগবে’।
গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীত আয়োজনে ছিলেন মহিদুল ইসলাম মন। গানচিত্র পরিচালনা করেন মোহন ইসলাম।
জানাগেছে আগামীকাল বিকাল ৪টায় মুক্তি পেতে যাচ্ছে মিউজিক ভিডিওটি।
`সজল //SBD24`