এক মাস বয়সী ছোট পুত্র সন্তান ইশানকে রেখে অভিনয়ে ফিরছেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। ছবিতে টালিউডের জনপ্রিয় তারকা সোহমের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবির নাম ‘জয় কালী কলকাত্তাওয়ালি’। এটি পরিচালনা করছেন পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ।
কলকাতার সংবাদ মাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির শুটিং। তবে ছবিতে এখনও নুসরাতের অংশের কাজ শুরু হয়নি।
তবে ১ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবেন নুসরাত। প্রথমদিন রাজারহাট অঞ্চলে ছবি কাজ শুরু করবেন এ টালি অভিনেত্রী। সেই শুটিং পর্ব চলবে ৮ অক্টোবর পর্যন্ত। তারপর পূজার বিরতি।
বেশ কয়েক মাস ধরে ছবি থেকে দূরে রয়েছেন নুসরাত জাহান। সর্বশেষ ‘ডিকশনারি’ তার মুক্তিপ্রাপ্ত ছবি। চলতি বছর ফেব্রুয়ারিতে মুক্তি পায় এই ছবি।
আপনার মন্তব্য দিন