ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জনপ্রিয়তা রয়েছে ওপার বাংলাতেও। ফের তার প্রমান মিলেছে দুই বাংলার অভিনয়শিল্পীর মধ্যে থেকে ‘বছরের বেস্ট’- অভিনেত্রীকে খুঁজে বের করার মাধ্যমে।
এ বছর ওপার বাংলার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কৃত করলেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ বাংলাদেশের অভিনেত্রী পরীমণিকে।
পুরস্কার নিতে মঞ্চে এসে বাংলাদেশের অভিনেত্রী পরীমণি বলেন, চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। তার মতে, দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।
পরীমণির হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
উল্লেখ্য, প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে আনন্দ বাজার অনলাইন।
সজল /SBD24
আপনার মন্তব্য দিন