‘অগ্নিশপথ’ নামক ছবির মধ্যে দিয়ে কলকাতার চলচ্চিত্রে অভিষেক ঘটে দেবের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে গেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেওসক্রিয়। এদিকে হার্টথ্রব এ অভিনেতা প্রেম করছেন মডেল-অভিনেত্রী রুক্ষ্মীনি মৈত্রের সঙ্গে। অনেক দিন ধরেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ নায়িকার সঙ্গে নিজের সম্পর্ককে সব সময়ই বন্ধুত্ব বলেই দাবি করেছেন তিনি। চমকের বিষয় হলো এবার পৌষের শেষ রাতে দেব তার সোশ্যাল মিডিয়ায় একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করলেন।
যদিও লাল রঙা সেই খামে পাত্র-পাত্রীর নাম নেই। কিন্তু নায়ক মজা করে লিখেছেন, কেউ খবরটা দেওয়ার আগেই আশা করব আপনাদের সবার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে। এরপরই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন। তাহলে কি সত্যিই বিয়ে করছেন দেব-রক্ষ্মীনি? নাকি এটি তার নতুন কোনও ছবির প্রচারণা। কারণ বরাবরই চমক দিতে ভালোবাসেন দেব। বিয়ের কার্ড টুইটারে শেয়ার হওয়া মাত্রই দুভাগে বিভক্ত দেবভক্তরা। অনেকেই যেমন তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই প্রিয় নায়কের বিয়ের খবরে মন ভেঙেছে অনেক নারী ভক্তের। সময়ই বলবে ঘটনাটি আসলে কি।
আপনার মন্তব্য দিন