শোবিজ ডেস্ক: অভিনেত্রী জয়া আহসান, যিনি এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য সব সময় আকর্ষিত করে দর্শকদের। বয়সকে ছাপিয়ে তিনি দিন দিন নিজেকে আকর্ষণীয় করে তুলছেন। শরীর ও সৌন্দর্য নিয়ে তার চর্চাই এর মূল রহস্য। জয়ার সমসাময়িক অভিনেত্রীদের অনেকেই হারিয়ে গেছেন। আবার অনেকে অনিয়মিত। কিন্তু জয়া চলছেন আপন গতিতেই। জয়া এখনো অনবদ্য।
সেখানে অভিনেত্রীকে দেখা গেছে হাফ প্যান্ট পরনে। অফ হোয়াইট হাফ প্যান্ট ও সাদা শার্টে ফটোশুটের ছবিটি দিয়ে তিনি রীতিমত ঝড় তুলেছেন নেটদুনিয়ায়। ছবিটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, অগণিত লাইক ও কমেন্ট পড়ছে ছবিতে। বেশিরভাগই জয়ার সৌন্দর্যের প্রশংসা করেছেন। এই ছবিটি এখন বহুল চর্চিত সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এখানে সাধারণ ভক্তদের পাশাপাশি অনেক অভিনেত্রীরাও জয়ার রুপ ও লুকের প্রশংসা করেছেন। এদিকে টলিউডে একের পর এক ছবি করে চলেছেন জয়া। সর্বশেষ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘কণ্ঠ’ ছবিতে একজন জনপ্রিয় ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শিগগিরই তাকে দেখা যাবে আরো কিছু চমৎকার গল্পের ছবিতে।
সজল /SBD24