‘পাঠান’-এর যত রেকর্ড

বড় পর্দায় “পাঠান” সিনেমা মুক্তির ১৩ দিন হয়ে গেছে। কিন্তু বক্স অফিসে অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রটির জয়যাত্রা চলছে তো চলছেই। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে বলিউড ইতিহাসেই ধরাছোঁয়ার বাইরে গিয়ে আলাদা জায়গা করে নিচ্ছে সিনেমাটি।

ভারতে তো বটেই, বিশ্বব্যাপী সর্বত্রই সাফল্যের দেখা পেয়েছে “পাঠান”। এর পেছনে যে ভারতের বাইরেও শাহরুখ খানের তারকাখ্যাতির বড় অবদান রয়েছে, সেটি না বলে দিলেও চলছে। একে তো চার বছর পর রুপালি পর্দায় বলিউড বাদশাহর প্রত্যাবর্তন, তার ওপর বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা- সব মিলিয়েই “পাঠান”-এর এই সাফল্য।

মুক্তির ত্রয়োদশ দিন অর্থাৎ সোমবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত সব মিলিয়ে বিশ্বব্যাপী  “পাঠান” সিনেমাটির আয় ছিল প্রায় ৮৫০ কোটি রুপি। টানা ১২ দিন দুই অঙ্কের ঘরে আয়ের পর সোমবারে এসে প্রথমবারের মতো সিনেমাটির দৈনিক আয় ১০ কোটি রুপির নিচে নেমেছে। যদিও এর পেছনে যে টিকিটের দাম কমে যাওয়ার বড় ভূমিকা রেখেছে, তা ফুটফলস (টিকিট বিক্রির সংখ্যা) দেখলেই বোঝা যায়।

তবে “পাঠান” সিনেমার রেকর্ড গড়া কিন্তু বন্ধ থাকেনি। ভারতের বাইরে স্পাই থ্রিলার ঘরানার চলচ্চিত্রটি এখন পর্যন্ত ৩৯.৪১ মিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে। যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ডে সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার রেকর্ডও এখন “পাঠান”র দখলে।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত “ধুম ৩” সিনেমাটি ২.৭১ মিলিয়ন মার্কিন ডলার আয়ের মাধ্যমে এতদিন যুক্তরাজ্যের বাজারে সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র ছিল। ৩.৪০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের মাধ্যমে সেই রেকর্ড ভেঙে দিয়েছে শাহরুখ খানের কামব্যাক সিনেমা।

অন্যদিকে, আট লাখ ৭২ হাজার মার্কিন ডলার আয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের বাজারে এতদিন সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র ছিল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত “পদ্মাবত”। ১.২২ মিলিয়ন মার্কিন ডলারের আয়ের মাধ্যমে সেই রেকর্ড ছিনিয়ে নিল “পাঠান”।

সোমবার পর্যন্ত ভারত থেকে ৪৩৮ কোটি রুপি আয় করেছে “পাঠান” সিনেমাটি। প্রথমবারের মতো বলিউড সিনেমা হিসেবে ৪০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ার পাশাপাশি ইতোমধ্যে ভারত থেকে সর্বোচ্চ আয় করা কোনো বলিউড সিনেমার রেকর্ডও এখন “পাঠান”র।

বলিউডের রেকর্ড তো ভাঙা হলোই, “পাঠান” সিনেমার চোখ এখন প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র  “বাহুবালি ২”র হিন্দি কালেকশনের দিকে। “পাঠান”র আয় যে গতিতে এগোচ্ছে, তাতে ধারাবাহিকতা বজায় থাকলে ২০১৭ সালে মুক্তি পাওয়া “বাহুবালি ২”র হিন্দি সংস্করণ থেকে ৫১১ কোটি রুপি আয়ের রেকর্ডও ভেঙে ফেলার সুযোগ থাকবে “পাঠান”র সামনে।

মুক্তির আগে কিছুটা বিতর্কের মুখে পড়লেও সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে “পাঠান”। ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত ২৫ জানুয়ারি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হয় সিনেমাটির প্রদর্শনী। প্রদর্শনী শুরু হওয়ার পর দর্শক-সমালোচক দুই মহলেই দারুণ প্রশংসিত হয়েছে সিনেমাটি।

“পাঠান” সিনেমাটি মুক্তির আগে একাধিক বিতর্কে জর্জরিত হয়েছেন শাহরুখ-দীপিকারা। ছবিটির “বেশরম রং” গান নিয়ে বিতর্কের শেষ ছিল না, এ নিয়ে ছবি বয়কটের ডাকও ওঠে। দীপিকাকে গেরুয়া বিকিনিতে দেখে ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছিল একাধিক হিন্দু সংগঠন। তবে সব বাধা পেরিয়ে সুষ্ঠুভাবেই মুক্তি পেয়েছে “পাঠান”। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে, সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই ভারতজুড়ে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

বক্স অফিসে শাহরুখ খানের সর্বশেষ কয়েকটি সিনেমা ব্যবসায়িক সাফল্য পায়নি। এরপর গত চার বছর ধরে মূখ্য ভূমিকায় বড় পর্দায় দেখা মেলেনি বলিউড বাদশাহর। অন্যদিকে, গত কয়েক বছরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের উত্থানে বলিউডের চলচ্চিত্রগুলো ক্রমাগত মুখ থুবড়ে পড়ছিল। শেষ পর্যন্ত চার বছর পর রুপালি পর্দায় ফিরে মাথা নুইয়ে পড়া বলিউডকে আবারও চাঙা করে তুলেছেন কিং খান।

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে মুক্তি পেয়েছে “পাঠান”। ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও মুক্তি পেয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত “পাঠান” চলচ্চিত্রে শাহরুখের সঙ্গে দেখা যাবে জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকেও। পাশাপাশি বিভিন্ন চরিত্রে আছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। এছাড়া, স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে টাইগার ভূমিকায় ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকেও।

আপনার মন্তব্য দিন