ভিন্ন চরিত্রে সাবিলা

শোবিজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে ‘আগুনের মেয়ে’ নামের একটি নাটকে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। নাটকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ আর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সমুন। এতে সাবিলা নূরের বিপরীতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। 
সাবিলা বলেন, আগুনের মেয়ে নাটকের গল্প অন্যসব নাটকের মতো নয়। এই নাটকের গল্পে গ্রামবাংলার এক ধরনের আবহ পাওয়া যাবে। মূলত নাটকটি একটি চরের মানুষকে নিয়ে তৈরি করা হয়েছে। রূপসিয়া বিলের মোখলেস মাঝির মেয়ে জুলেখা প্রতিদিন দই ক্রোশ দূরে সদরে গিয়ে পড়াশোনা করছে। খেলাধুলায়ও ভালো।

একবার আন্তঃজেলা স্কুল ফুটবল খেলায় জুলেখার দল চ্যাম্পিয়ন হয়। সেখানে জুলেখা চমৎকার ফুটবলশৈলী প্রদর্শন করেন। সেটা কেউ একজন ভিডিও করে ভাইরাল করে দেয়। মূলত জুলেখার পরিবার নদীভাঙনের ফলে রূপসিয়া বিলে এসে আশ্রয় নিয়েছে। নাটকটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইতে।

আপনার মন্তব্য দিন