ডেস্ক রিপোর্ট : বাংলা চলচ্চিত্র জগতে কনিষ্ঠ অভিনেত্রী পূজা চেরী। শুরুটা বিজ্ঞাপন দিয়ে হলেও তিনি এখন বড় পর্দার পরিচিত মুখ। বাসা থেকে শুরু সব জায়গাতেই নায়িকার প্রতি ভক্তদের আগ্রহের কমতি নেই।
এদিকে গতকাল (মঙ্গলবার) নিজ বাসার বাথরুমে পড়ে গিয়ে মাথায় ও কপালে আঘাত পান। তার মাথার কয়েক ইঞ্চি কেটে গিয়ে সেখান থেকে রক্তপাত শুরু হয়। পরে বাসাতেই তাকে চিকিৎসা দেয়া হয়। এরপরে ব্যথানাশক ও ঘুমের ওষুধ দেয়া হয়।
পূজা চেরীর মা ঝরনা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে বাথরুম থেকে বের হওয়ার সময় এমন ঘটনা ঘটে। কিছুটা আঘাত কপালে লাগলেও মাথায় বেশ খানিকটা কেটে যায়। এরপর প্রায় আড়াই ঘণ্টা লেগেছে তার রক্ত পড়া থামতে। করোনাকালে ও মধ্যরাত হওয়ায় পূজাকে আর হাসপাতালে নিতে চাইনি। চিকিৎসকের সঙ্গে কথা বলে তার চিকিৎসা চলছে।
আপনার মন্তব্য দিন