রোমান্টিকতার আদলে বিশ্বসুন্দরীর পোষ্টার!

একটি স্বপ্নের ছবি বিশ্বসুন্দরী! নামের সাথে সুন্দর দুটি মানুষেরও দেখা মিলবে এই সিনেমায়। তারা হলেন সিয়াম-পরীমনি।  দুজনেই তরুন প্রজন্মের কাছে দারুন জনপ্রিয়। দর্শকরা দারুন আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে ছবিটির জন্য। আর এতো আগ্রহের পিছনে দুুুটি প্রধান কারন হিসেবে বলা যেতে পারে – ছবিটি চয়নিকা চৌধুরীর প্রথম ছবি, দ্বিতীয়ত ছবিটিতে জুুুটি বেধেছে  সিয়াম ও পরীমনি।

প্রথম থেকেই আলোচনায় শীর্ষে থাকা নির্মাতা চয়নিয়া চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’র সিনেমাটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। চলছে মুক্তির প্রস্তুতি। যার অংশ হিসেবে কিছু দিন আগে প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম পোস্টার ও গান। মুক্তির পর পরই বেশ প্রশংসা পাচ্ছে সেগুলো।

আজ শনিবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয় ‘বিশ্বসুন্দরী’র দ্বিতীয় পোস্টার। যেখানে বেশ রোমান্টিকতার আদলে দেখা মিলেছে পরী-সিয়াম জুটির।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। সিয়াম-পরী ছাড়াও এতে অভিনয় করেছেন- আলমগীর, চম্পা, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সীমান্ত প্রমুখ।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের ৬ ছবিটি মুক্তি দেয়ার কথা রয়েছে।

সজল/SBD24

আপনার মন্তব্য দিন