শুভ জন্মদিন হৃদি শেখ

বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হৃদি শেখ। বাংলাদেশি বংশোদ্ভূত রুশ নাগরিক হৃদি শেখ একজন নৃত্যশিল্পী হলেও এর পাশাপাশি তিনি কাজ করেছেন বিজ্ঞাপনেও। এছারাও ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’-২০২০-এর র‌্যাম্পেও হেটেছেন তিনি।

বাংলাদেশে বর্তমান করোনা পরিস্থিতিতে জনসচেতনতা তৈরীতে ঘরে থেকেই নানা সচেতনতা মূলক কাজ করেছেন হৃদি।

পাশাপাশি ইউনিসেফ ও ইউএনডিপি করোনা ঝুঁকিতে জনসচেতনতা বৃদ্ধির ভিডিও বার্তায় করোনা সচেতনার পরামর্শ দিয়েছেন তিনি।

আজ এই গুণী নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হৃদি শেখের জন্মদিন। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, সহকর্মীসহ তার অগণিত ভক্তরা।

হৃদি শেখের জন্মদিনে শোবিজ বিডি 24 এর পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও ভালবাসা। 

 

সজল /SBD24

আপনার মন্তব্য দিন