বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে দেশবরেণ্য লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।
আর প্রথমবারের মতো শিশুতোষ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম-পরীমণি।
গেল ২০ ডিসেম্বর রাতে রাজধানীর মহিলা সমিতিতে অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির পোস্টার উন্মোচন ও ট্রেইলার প্রকাশ অনুষ্ঠান।
এরপর ২৭ ডিসেম্বর সন্ধ্যায় ‘বঙ্গ বিডি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ‘আয় আয় সব তাড়াতাড়ি’ শিরোনামের একটি গান।
এই গানটিও লিখেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল।
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার এই গানটি প্রকাশের পর থেকেই প্রশংসিত হচ্ছে শ্রোতা-দর্শকমহলে। গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়ীতা দত্ত।
এদিকে দেশবরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবালের লেখা কোন একটি সিনেমায় কাজ করতে পেরে দারুণ খুশি সিয়াম ও পরীমণি। সিনেমাটি দর্শকদের কাছে বেশ ভালো লাগবে বলে জানান তারা।
সজল //SBD24