শোবিজ ডেস্ক: মানুষ তাকে নিয়ে মজা করছে সোশ্যাল সাইটে; কিন্তু এসব নিয়ে কোনো হেলদোল নেই কলকাতার টিভি সিরিয়াল ‘রানি রাসমণি’ খ্যাত অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায়। উল্টো রসিকতা করে বলেছেন, এভাবে ট্রোলিং চলতে থাকলে তিনি একদিন সারা ভারতে বিখ্যাত হয়ে যাবেন। গত রবিবার ২৩ ডিসেম্বর রাতে ৬ষ্ঠ পানিহাটি উত্সব ও বইমেলা উপলক্ষে সেখানে উপস্থিত হয়ে গান গেয়ে শোনান এই অভিনেত্রী। তার সেই গান নিয়েই এখন চলছে হাসাহাসি।
অনুষ্ঠান মঞ্চে দ্বিতিপ্রিয়াকে পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত হয়েছিল শ্রোতা দর্শকরা। তাদের উদ্দেশ্যে পাল্টা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে দ্বিতিপ্রিয়াও। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণি’-কে আপ্রাণ ভালবাসার জন্য দর্শকমণ্ডলীকে ধন্যবাদও জ্ঞাপন করে এই টেলি তারকা। এরপর পানিহাটি উত্সবে আগত শ্রোতা দর্শকদের মনোরঞ্জনের জন্য দুটি গানও গেয়ে শোনান তিনি। রাধারমণ দত্ত রচিত ‘কলিঙ্কিনী রাধা’ ও বহুল প্রচলিত লোকসঙ্গীত ‘পিন্দারে পলাশের বন’ গেয়ে শোনান টেলিভিশন তারকা।
সেই গানের ভিডিও নিয়েই শুরু হয় ট্রলিং। ফেসবুকের বিভিন্ন পেজে দ্বিতিপ্রিয়ার গাওয়া সেই গান দুটি নিয়ে মশকরা শুরু করেন এক শ্রেণির মানুষ। ভিডিওগুলো এতটাই শেয়ার হয় যে ফেসবুক খুললেই টাইমলাইনে ভেসে আসছে সেগুলো। এর প্রতিক্রিয় জানাতে গিয়ে অভিনেত্রী বলেছেন, গান গাওয়া অপরাধ নয়। দর্শকদের অনুরোধেই গান গাইতে হয়েছে। আর সেটা নিয়ে ট্রোলিং হওয়ায় একটুও রাগ হয়নি তার।
দ্বিতিপ্রিয়ার ভাষায়, ‘এটা তো প্রথমবার নয়। এর আগেও আমার ডায়লগ (তুমি এয়েচো) নিয়ে একাধিকবার আমাকে ট্রোল করা হয়েছে। অনেকদিন সেটা বন্ধ ছিল। আমাকে যারা পছন্দ করেন না, তারা একটা ছুতো খুঁজছিলেন। এবার সেটা হাতে পেতেই আবার ট্রোলিং শুরু হয়েছ। এভাবে ট্রোলিং চলতে থাকলে তিনি একদিন সারা ভারতে বিখ্যাত হয়ে যাবে।’