সিগারেট হাতে উষ্ণতা ছড়ালেন পরী

রূপে, গুণে ও অভিনয়ে সব কিছুতেই অনন্যা বাংলা চলচ্চিত্রের পরীমণি। নিজের মেধা দিয়ে জয় করে নিয়েছেন শত শত ভক্তের মন। তাইতো পরীর নামে যেন হুমড়ি খেয়ে পড়ে দর্শক বা ভক্তরা।

পরী সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিয়মিত ছবি, স্ট্যাটাস আপলোড করে নিজের উপস্থিতি ভক্তদের কাছে জানান দিয়ে থাকেন এই লাস্যময়ী অভিনেত্রী। তার ছবি দেয়া মাত্রই হুমড়ি খেয়ে পড়ে লাখ লাখ ফ্যান ফলোয়ার।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে পরী শেয়ার দেন একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে বামহাতে সিগারেট নিয়ে সেই নিকোটিনের ধোঁয়ায় কোথায় যেন হারিয়ে গেছেন তিনি! উষ্ণ বসনের এই ছবিটিতে নেটিজেনরা আলোচনা-সমালোচনার মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন।

ছবির ক্যাপশনে পরী লিখেন, ‘সাধারণত মানুষকে আমি প্রাপ্যর চেয়ে বেশি দেই’!

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাচ্ছে পরী-সিয়াম অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমা। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ছবিটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মনিরা মিঠু, সীমান্ত প্রমুখ।

আপনার মন্তব্য দিন