স্ত্রী অসুস্থ থাকায় ঈদের নাটকে অংশ নিচ্ছেন না তৌসিফ

শোবিজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। প্রতি ঈদেই থাকে তার বেশ কিছু নাটক। এবারের ঈদেও তিনি শুরু করেছিলেন বেশ কিছু নাটকের শুটিং। কিন্তু কিছুদিন আগে তার স্ত্রী আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে। স্ত্রী অসুস্থ থাকায় এবারের ঈদের নাটকের কাজ গুলো থেকে সরে দারিয়েছেন তৌসিফ।

গত বছর ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেন তৌসিফ-জারা’

তৌসিফ জানান, তার স্ত্রী ‘জান্নাতুল ফেরদৌস জারা’ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কয়েকদিন ধরে খুব দৌড়-ঝাপের উপর আছেন তিনি। তৌসিফ বলেন, ঈদের নাটকগুলোর কাজে অংশ নিতে পারছি না। সর্বশেষ “জার্নি বাই রিলেশন ২” নাটকের শুটিং করছিলাম। কিন্তু এমন পরিস্থিতির কারণে, শুটিং বন্ধ করে ওর পাশে থাকতে হচ্ছে আমাকে।

সবার কাছে স্ত্রী’র জন্য দোয়া চেয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

 

SBD24/সজল 

 

আপনার মন্তব্য দিন