পদ্মার বুকে সেতু হবে এটা ছিল মানুষের স্বপ্ন। আজ সেই পদ্মার বুকে সগৌরবে দাঁড়িয়ে আছে স্বপ্নের সেতু। স্বপ্নের সেই সেতু উদ্বোধনের পর থেকেই সবার মাঝেই খুশির আমেজ। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে নিজস্ব অর্থায়নেই নির্মিত হয়েছে পদ্মা সেতু।
গেল শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু উদ্বোধনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাধারণত মানুষ থেকে শুরু করে নানা শ্রেনী পেশার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। বাদ পরেনি শোবিজ তারকারাও।
পদ্মা সেতু প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, “ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভালোবাসা।”
হ্যাশট্যাগ দিয়ে লেখেন, #স্বপ্নেরপদ্মাসেতু #শুভউদ্বোধন।
সজল // SBD24