১৯৭৩ সালে দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোলস’র পথচলা শুরু। তবে দলটির মূল সূত্রপাত ১৯৭২। সেসময় সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন এই ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তীতে এই ব্যান্ডে যুক্ত হন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, আইয়ুব বাচ্চু, রনি বড়ুয়া, নেওয়াজ, পার্থ বড়ুয়াসহ অনেকে।
সোলস ব্যান্ড দলটি হয়ে বলা হয় তারকা তৈরির কারখানা। যে দলের গান চট্টগ্রাম থেকে ছড়িয়ে পড়ে গোটা দেশে। বর্তমানে নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া এখনও ‘সোলস’র সঙ্গে আছেন। তাদের পাশাপাশি আরও আছেন আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কিবোর্ড) ও মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)।
জনপ্রিয় এই ব্যান্ডটি ৫০ বছরে পা রেখে বেশ কিছু নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে- সোলসের নতুন লগো উন্মোচন, ৫০টি গান, দেশ-বিদেশে সিরিজ কনসার্ট ও একটি গ্র্যান্ড কনসার্টের মাধ্যমে ৫০ বছর পূর্তি উদযাপন। এর শুরুটা হবে আগামীকাল মঙ্গলবার দুপুরে ঢাকার অভিজাত একটি ক্লাবে লগো উন্মোচনের মধ্য দিয়ে। সেখানেই জানানো হবে, দলটির আগামী এক বছরের কর্মপরিকল্পনা।
পার্থ বড়ুয়া বলেন, ‘৫০ বছর অতিক্রম করছে আমাদের সোলস। সেটিকে সঙ্গে নিয়ে একটা আনুষ্ঠানিকতার আয়োজন করছি। যেখানে থাকছে বছরব্যাপী নানা কার্যক্রম। এর মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ধারাবাহিকভাবে আগামী এক বছরে ৫০টি গান শ্রোতাদের উপহার দেওয়ার। যেখানে ৩০টি পুরনো গানের রিমেক থাকছে। আর ২০টি গান একেবারে নতুন।’